Home / Bangla Lyrics / LOLONA (ললনা) LYRICS – SHIEKH SADI | BENGALI SONG 2018

LOLONA (ললনা) LYRICS – SHIEKH SADI | BENGALI SONG 2018

Spread the love

ও ললনা – ও ললনা – ও ললনা,
ও ললনা –

তুমি আমার মনটা বুঝো না .
ও ললনা –
তোমার সাথে আমার বনে না।
ও ললনা –
নাটক বুঝো, আবেগ বুঝো না।

আমার বুকের পিঞ্জিরাতে,
ছিলো তোমার বসবাস,
তুমি মনে জায়গা দিলা না।

তোমার কাছে ছিলাম আমি,
ফ্লেক্সিলোড আর টাইমপাস,
পকেট খালি পাইনা তোর সুবাস ।

ও ললনা,
তোমার সাথে আমার বনে না।
ও ললনা,
দেহ দিলা মনটা দিলা না।

টেডি বিয়ার বারবি ডল,
আইসক্রিম আর চিকেন বল,
তুমি আমার কমতো খাইলা না। – [ ২ বার ]

নিজের বেলায় ষোলআনা,
আমার বেলায় চাইর আনা,
ভালোবাসা জমা রইলো না ।

ও ললনা –
তোমার সাথে আমার বনে না।
ও ললনা –
দেহ দিলা মনটা দিলা না

বাপের আমি ছোট পোলা,
তোমার লাইগা পকেট খোলা,
বাপের ক্যাশে হিসাব মেলে না ।

ও ললনা –
তোমার লাগি কর্য্য মেটে না।
ও ললনা –
তোমার লাগি কর্য্য মেটে না।

প্রেমসাগরে ডুবাইয়া দিলা,
ঠাইতো মোরে দিলা না
কন্যা তোমার জবাব হয় না,

ও ললনা –
তোমার সাথে আমার বনে না।
ও ললনা –
নাটক বুঝো আবেগ বুঝো না।

আমার বুকের পিঞ্জিরাতে,
ছিলো তোমার বসবাস,
সেথায় এখন গরু খায় ঘাস।

প্রেমের নামে ছিনিমিনি,
ভালোবাসা ভণ্ডামি,
এই নীতি মোর জানা ছিলো না।

ও ললনা –
তুমি আমার কদর করলা না,
ও ললনা –
ভালোবাসার মূল্য দিলা না।
ও ললনা –
নাটক বুঝো আবেগ বুঝো না।
ও ললনা –
নাটক বুঝো আবেগ বুঝো না ।
][ সমাপ্ত ][

About monmunia

x

Check Also

ONIBARJO KARONE (অনিবার্য কারনে) LYRICS – TAHSIN AHMED | BENGALI SONG 2018

Spread the love ...